নড়াইলে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালকদের রাজস্ব খাতে নেওয়ার দাবিতে মানববন্ধন

0
536

নিজেস্ব প্রতিবেদক
নড়াইলে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৭তম বার্ষিকী পালন উপলক্ষে পরিচালকদের (উদ্যোক্তা) চাকুরী জাতীয় করণ করে রাজস্ব খাতে নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশ ডিজিটাল সেন্টার পরিচালক ফোরাম নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন  জেলা শাখার সভাপতি মহিতোষ বসু, সাধারণ সম্পাদক আকিদুল ইসলাম, মোঃ খায়রুজ্জান, মোঃ হুসাইন ইসলাম, মনির হোসেন, পলাশ কুমার ভট্ট প্রমুখ।

বক্তরা বলেন,  বর্তমান সরকার তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে, প্রতিটি মানুষের দোড় গোড়ায় তথ্য প্রযুক্তি সেবা পৌছে দিয়েছে এর অংশীদার দেশের বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালকরা (উদ্যোক্তা) তাদের নিয়োগের ক্ষেত্রে সরকার এখনো কোন সিদ্ধান্ত গ্রহন করেনি ফলে তাদের পরিবারের সদস্যরা অসহায় ভাবে দিন যাপন করছে, তাই অবিলম্বে তাদের চাকুরি জাতীয় করণ করে রাজস্ব খাতে  নেওয়ার জন্য  মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here