নড়াইলে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

0
574

নিজস্ব প্রতিবেদক : ‘সফল হোক, সার্থক হোক, ইন্টারনেট হোক দিন বদলের হাতিয়ার’ এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরির সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক কার্যালয়, নড়াইলের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক চিন্ময় রায়,,সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবাদান প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here