নড়াইলে দুদক কমিশনার প্রাইমারি স্কুলের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন

0
350

নিজস্ব প্রতিবেদক
নড়াইল সদর উপজেলার আউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সাড়ে ১১টার দিকে স্কুলের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন দূর্নীতি দমন কমিশন’র (দুদক) কমিশনার এএফএম আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সোমদ্দার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ শাহ আলম, আউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমীন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নাজিম শিকদার, নড়াইল সিটি কলেজের সহকারি অধ্যাপক মো. ইয়াকুব আলী, কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক কলেজের সহকারি অধ্যাপক ডা. মফিজুর রহমান প্রমূখ।
সূত্রে জানা যায়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অধীন বিদ্যালয়টির চার তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক ভাবে ৮২ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে ভবনটির এক তলা নির্মাণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here