নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হামদর্দ নড়াইল জেলা শাখার আয়োজনে গরিব, অসহায় ও দুস্থ্য রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) বেলা ১১ টায় শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বরে হামর্দদ কার্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল মা ও শিশু কল্যান কেন্দ্রের তত্ত্বধায়ক ডাক্তার আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন হামর্দদ এর জেলা শাখার ম্যানেজার মোঃ সাদিকুল ইসলাম, ডাক্তার সিদ্ধার্থ কুমার বিশ্বাসসহ হামর্দদ এর কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ৬৬ জন গরীব, অসহায় ও দুস্থ্য রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়।