নড়াইলে রাজাকারের সম্পর্কে সংবাদ প্রকাশ করায় বিডি খবর সম্পাদকের নামে লিগ্যাল নোটিশ

0
1417

নড়াইল প্রতিনিধি: নড়াইলে কুখ্যাত রাজাকার আওয়াল মন্ডলের সম্পর্কে সংবাদ প্রকাশ করায় বিডি খবর’র প্রকাশক ও সম্পাদক লিটন দত্ত’র নামে লিগ্যাল নোটিশ দিয়েছে রাজাকার পরিবারের সদস্যরা। নড়াইল জেলা জজ কোর্টের এ্যাডভোকেট এস,কে আবু হানিফ স্বাক্ষরিত লিগ্যাল নোটিশটি রোববার (০২ এপ্রিল) বিকেলে বিডি খবর’র কার্যালয়ে পৌঁছায়। নোটিশটি পড়ে বিডি খবর পরিবারের সকলে হতবাক হন। এ যেন চোরের মার বড় গলা। বাংলাদেশ রিসার্চ এ্যান্ড পাবলিকেশন্স এ প্রকাশিত নড়াইল জেলার ৩৪ নম্বর তালিকাভূক্ত রাজাকার আওয়াল মন্ডল এর নামে ২০১০ সালের ২৯ অক্টোবর নড়াইল আমলী আদালতে মামলা হয়। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার চরবিলা গ্রামের আব্দুর রউফ মন্ডলের কুলাঙ্গার ছেলে আওয়াল মন্ডল কুখ্যাত রাজাকার ছিলো। ৭১’এ রাজাকার আওয়াল মন্ডল লুটতরাজসহ নানাবিধ অপরাধ করে। পাকিস্তানিদের এ দোসর নানাবিধ পাপ কর্মে পাকিস্তানিদের সহযোগিতা করে। জেলা শীর্ষ রাজকার সোলাইমানের আস্থাভাজন এ রাজাকার নিজেই এজলাস বসিয়ে শালিস বিচার করতো। ৭১’র বিভীষিকাময় দিনগুলিতে সে নড়াইলে রাম রাজত্ব কায়েম করেছিলো। তার সিদ্ধান্তই ছিলো চুড়ান্ত সিদ্ধান্ত। লুট ও অবৈধ আয়ে গড়ে তোলে অঢেল সম্পত্তি। সেই সম্পত্তিকে কাজে লাগিয়ে পরিবার পরিজন নিয়ে নড়াইল শহরের ভওয়াখালী এলাকায় বহাল তবিয়তে আছে এ রাজাকার। নিজেদের পরিবারে লোকজনও রক্ষা পায়নি তার কাছে। ভয়ংকর এ রাজাকার জেলাব্যাপী ত্রাস সৃষ্টি করায় নড়াইল জেলার সর্বত্রই একজন কুখ্যাত ও চিহ্নিত রাজাকার হিসেবেই পরিচিত। বর্তমান সরকারের আমলে অনুকুল পরিবেশ পেয়ে নড়াইল পৌরসভার ভওয়াখালীর বাসিন্দা ওলিয়ার সরদার কুখ্যাত এ রাজাকারের নামে মামলা করেন। মামলা সূত্রে বিভিন্ন গনমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়। এ রাজাকারকে বাঁচাতে তার কুসন্তান মোঃ আজিজুল ইসলাম মন্ডল সাংবাদিক সেজে পড়ে। তাও আবার একাত্তর টেলিভিশনে। যা একেবারেই বেমানান। আদালতে আসা এক মক্কেলের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করা এই এ্যাডভোকেট আজিজ মন্ডল একাত্তর টিভি’র সাংবাদিক পরিচয় দিতে শুরু করলে সচেতন মহলে নানা গুঞ্জনের সৃষ্টি হয়। সাংবাদিকতাকে পুজি করে প্রশাসনে প্রভাব বিস্তার করাসহ নানাবিধ অপরাধে জড়িয়ে পড়েছে এই এ্যাডভোকেট কাম সাংবাদিক। নিজের ও পরিবারের অন্যায় অনিয়ম ঢাকতে অন্যের সম্মান মর্যাদা ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় বিডি খবর’র প্রকাশক ও সম্পাদক লিটন দত্ত’র বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছে। তার সাথে এ কাজের দোসর হয়েছে নড়াইলের কথিত কয়েকজন চাঁদাবাজ সাংবাদিক। যা অত্যন্ত দুঃখজনক। নড়াইলের বিভিন্ন মহল এহেন জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়েছেন। বিশেষ করে প্রতিবাদ ও শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক লোকসমাজের জেলা প্রতিনিধি অশোক কুন্ডু ও সাধারণ সম্পাদক ও জিটিভি’র মির্জা মাহমুদ রন্টু, চ্যানেল আইয়ের দানিয়েল সুজিত বোস ও মধু সরকার, গ্রামের কাগজের আব্দুল কাদের, ডিবিসি’র নন্দীতা বোস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here