নড়াইলে সততা সংঘের দুর্নীতিবিরোধী মানববন্ধন দু’হাজার শিক্ষার্থীর শপথ গ্রহণ

0
504
SONY DSC

নড়াইল প্রতিনিধি
সারা বাংলাদেশের ন্যায় নড়াইলে সততা সংঘের দুর্নীতিবিরোধী বর্ণাঢ্য এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুই কিলোমিটার পথ জুড়ে দুর্নীতিবিরোধী এ মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা। এর আগে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্টেডিয়ামে সততা সংঘের দুই হাজার শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথ পড়ানো হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মল্লিক। এ সময় বক্তৃতা করেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাছিমা খাতুন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান। এ সময় শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি ও সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ‘আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। পড়াশোনা শেষে করে দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবে। আমরা সবাই যদি দুর্নীতিকে ঘৃণা করতে শিখি তাহলে আগামীতে দুর্নীতি কমে আসবে। দুর্নীতি প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে’।
বক্তব্য শেষে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নড়াইল চৌরাস্তা থেকে রূপগগঞ্জ এলাকা পর্যন্ত সড়কের দু’পাশে দুই হাজারের অধিক শিক্ষার্থী দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত প্লাকার্ড, ফেস্টুন, হেড ব্যান্ড, হাতে বেলুন ও বিভিন্ন রং এর ফিতা নিয়ে মানববন্ধনে অংশ নেয়। সরকারি কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here