নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

0
788

নড়াইল প্রতিনিধি

নড়াইলে মিতালী বেগম (২৫) নামে এক গৃহ বধূকে হত্যার দায়ে স্বামী ফারুক শেখকে(৩০) যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। বুধবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে নড়াইলের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আবুল বাশার মুন্সী এ আদেশ দেন। এছাড়া আসামীকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডাদেশের প্রদান করেন। মামলার বিবরণে জানাগেছে, নড়াইলের কালিয়া উপজেলার কুলসুর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে ফারুক শেখ ২০১৪ সালের ২৮ মার্চ রাতে নিজ বাড়িতে স্ত্রী মিতালী বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। এঘটনায় নিহতের মামা ইকবাল সিকদার বাদী হয়ে ২০১৪ সালের ১ মে কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় ৯ জনের স্বাক্ষী গ্রহন শেষে ঘটনার সত্যতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত ফারুক শেখকে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here