পদার্থবিজ্ঞানে নোবেল জয় ৩ বিজ্ঞানীর

0
266

ম্যাগপাই নিউজ ডেস্ক : চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল জয় করেছেন জেমস পেবেলস, মাইকেল মেয়র এবং দিদিআর কোয়েলজ।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় বেলা পৌনে ১২ টার দিকে (বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টা) এ বিভাগের নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

সুইডেনের দ্য রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্সেস থেকে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।

জেমস পিবলস কানাডিয়ান-আমেরিকান বিজ্ঞানী। অপরদিকে মিশেল মেয়র ও দিদিরি কোয়েলজ সুইজারল্যান্ডের বাসিন্দা। নোবেল পুরস্কারের আর্থিক মূল্য প্রায় ১১ লাখ মার্কিন ডলার।

ফিজিক্যাল কসমোলজি নিয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য জেমস পিবলস মোট পুরস্কারের অর্ধেক অর্থ পাবেন। বাকিটা মিশেল মেয়র ও দিদিরি কোয়েলজের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এ দুজন সোলার-টাইপ স্টারের এক্সোপ্লনেট অরবিটিং আবিষ্কারের জন্য পুরস্কার লাভ করেছেন।

এর আগে, মোট ২০৯ জনকে পর্দাথবিদ্যায় নোবেল সম্মাননায় ভূষিত করা হয়। লেজার বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য গত বছর যৌথভাবে নোবেল জিতেন যুক্তরাষ্ট্রের আর্থার আসকিন, ফ্রান্সের জেরার্ড মুউরো ও কানাডার ডোনা স্ট্রিকল্যান্ড।

আগামী ৯ অক্টোবর রসায়নশাস্ত্র, ১০ অক্টোবর সাহিত্য, ১১ অক্টোবর শান্তিতে ও ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here