পদ্মা সেতুর ৪৯% কাজ সম্পন্ন

0
426

নিজস্ব প্রতিবেদক: আগামী ৪ঠা নভেম্বর পদ্মা সেতু প্রকল্পের বাস্তব অগ্রগতি পরিদর্শনে যাচ্ছে সংসদীয় কমিটি। এর আগে কমিটিকে জানানো হয়, এ পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৪৯%।

গত ৩০ সেপ্টেম্বর সফলভাবে মূল সেতুর ১ম স্প্যান স্থাপিত হয়েছে। এজন্য গত সেপ্টেম্বর পর্যন্ত ৬ হাজার ৬৬ কোটি টাকা ব্যয় হয়েছে। মূল সেতু বাস্তবায়নের চুক্তিমূল্য ১২ হাজার ১৩৩ কোটি টাকা।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৫তম বৈঠকে এসব তথ্য উপস্থাপিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেন। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, রমেশ চন্দ্র সেন, একেএম এ আউয়াল ( সাইদুর রহমান), রেজওয়ান আহাম্মদ তৌফিক, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান, মোঃ মনিরুল ইসলাম, নাজিম উদ্দিন আহমেদ বৈঠকে অংশনেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে যশোর – বেনাপোল আন্তর্জাতিক মহাসড়কসহ সারা দেশের বিভিন্ন সড়ক মহাসড়কের দূরাবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এসব রাস্তায় যান চলাচল নির্বিঘ্ন করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে দ্রুত এসব সড়ক মহাসড়ক পুনঃনির্মাণ করার সুপারিশ করা হয়।
বৈঠকে সৌদি সরকারের ৩৭৭ কোটি টাকা সহায়তায় নির্মাণাধীন ১২৯০ মিটার দীর্ঘ ৩য় শীতলক্ষ্যা সেতু নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here