পলিথিন উৎপাদন করায় যশোরের মাসুদ প্রিন্টিং ও প্যাকেজিং ফ্যাক্টরীতে জরিমানা

0
360

নিজস্ব প্রতিবেদক : যশোরে ভ্রাম্যমাণ আদালতে যশোর সদর উপজেলার শেখহাটি- উপশহর এলাকার মাসুদ প্রিন্টিং ও প্যাকেজিং ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অবৈধভাবে উৎপাদিত পলিথিন জব্দ করে ধবংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে সোমবার বিকেল সাড়ে তিনটায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অবৈধভাবে অনুমোদন বিহীন পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও বাজারজাতকরণের প্রমাণ পাওয়া যায়। যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এছাড়াও প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তর, কলকারখানা পরিদর্শক ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মাসুদকে আসামি করে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (ক) ধারা এ জরিমানা আদায় করা হয়েছে। অভিযান পরিচালনায় সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী বায়ো- কেমিস্ট নিখিল চন্দ্র ঢালী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here