পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

0
344

নিজস্ব প্রতিবেদক : পহেলা বৈশাখে দেশবাসীর প্রতি ইলিশ মাছ না খাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় মাছ ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে তিনি এ আহ্বান জানান।

এসময় তিনি বলেন, পহেলা বৈশাখে কেউ ইলিশ খাবেন না, ধরবেন না। এখন মা ইলিশের ডিম ছাড়ার মৌসুম। সরকার এই সময়ে ৩০ দিন ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

ইলিশের পরিবর্তে সবাইকে খিচুড়ি, সবজি, মরিচ পোড়া, ডিম ও বেগুনভাজি খাওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এর আগে গত বছরও পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার বিরুদ্ধে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে প্রধানমন্ত্রী গণভবনে নিজের খাদ্য তালিকায় জাতীয় মাছটি রাখেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here