পাইকগাছার লক্ষ্মীখোলা সরকারী হাটের জায়গায় বালি ফেলে দখল চেষ্টার অভিযোগ

0
411

হাইকোর্টের নির্দেশ উপেক্ষিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় হাইকোর্টের আদেশ উপেক্ষা করে বিরোধ পূর্ন লক্ষ্মীখোলা সরকারী হাটের জায়গায় বালি ফেলে দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে রিটকারী আকতারুজ্জামান কাগজী গংদের বিরুদ্ধে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের নির্দেশ পেয়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ঘটনাস্থল পরিদর্শন করে রিটকারীদের উদ্দেশ্যে আদালতের দেওয়া স্থিতিবস্থার আদেশ মেনে চলার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন। এ নিয়ে এলাকায় দু পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলার লস্কর ইউপি’র লক্ষ্মীখোলায় সরকারী ৭৭ শতক হাটের সম্পত্তি নিয়ে স্থানীয় আকতার-টুটুল কাগজী গং ও সরকার (গ্রামবাসী) পক্ষের মধ্যে বিরোধ সহ আদালতে মামলার ইতিহাস রয়েছে। সর্বশেষ দখলকারী আকতার-টুটুল কাগজী গংদের বিরুদ্ধে দেওয়ানী ২১০/১৬ আপিল মামলায় যুগ্ম জেলা জজ আদালত-৩, সরকারের অনুকুলে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে গত ৬ নভেম্বর আকতার-টুটুল কাগজী গংরা সরকার পক্ষের বিরুদ্ধে হাইকোর্টে সিভিল রিভিশন- ৩৫৩২/১৭ মামলা করলে আদালত নি¤œ আদালতের রায় স্থগিত করে দু’পক্ষকে দখল স্বত্বের উপর স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে স্থানীয় লিয়াকত কাগজী, আফসার মোল্লা, শফিকুল গাজী অভিযোগ করেন, আদালতের স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ অমান্য করে আকতার কাগজীর ভাই রাসেল কাগজী শুক্রবার সন্ধ্যায় হাটের জায়গায় নতুন করে বালি ভরাট করছেন। বালি রাখার কথা স্বীকার করে রাসেল কাগজী বলেন, এখানে পূর্বে বালি রাখতাম তাই সে ধারাবাহিকতায় এখনও বালি রাখা হয়েছে। এ দিকে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমির নির্দেশে সার্ভেয়ার সাকিরুল ইসলাম শনিবার দুপুরে ঘটনাস্থলে পৌছিয়ে টুটুল-রাসেল কাগজীর উদেশ্যে আদালতের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়ে সোমবারে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে কাগজ-পত্র নিয়ে যাওয়ার কথা বলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here