পাইকগাছার সোলাদানায় নছিমন-করিমন বন্ধ থাকায় জনদূর্ভোগ

0
453

নিজস্ব প্রতিবেদক, (পাইকগাছা): পাইকগাছার সোলাদানায় নছিমন-করিমন সমিতির বিবাদমান দু’পক্ষের নেতৃত্ব-কর্তৃত্ব, পাল্টাপাল্টি মারপিট, ৬ শ্রমিকনেতা জেলহাজতের ঘটনায় সড়কে নছিমন-করিমন চলাচল বন্ধ, যাত্রী হয়রানী, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। এলাকাবাসী ভোগান্তি লাঘবে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে সোলাদানায় নছিমন-করিমন সমিতির নেতৃত্ব আধিপত্য নিয়ে দুটি ধারা বিভক্ত হয়ে পড়েছে। এ নিয়ে সংঘাত, সহিংসতার আশংকা দেখা দিলে থানাপুলিশ পর্যন্ত গড়ায়। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, গত ৫ জুলাই বিকেলে বিবাদমান শ্রমিকদের নিয়ে থানায় গণশুনানী অনুষ্ঠিত হয় এবং গাড়ি চলাচল সম্পর্কে কিছু নির্দেশনা মেনেই দু’পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমাধান হয়। এর পরের দিন আবারো দু’পক্ষ বিরোধে জড়িয়ে পড়লে এলাকার প্রভাবশালীরা দু’পক্ষকে ইন্দন দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। এ দিকে গাড়ী চলাচল নিয়ে দু’পক্ষের মধ্যে টান টান উত্তেজনা ও মারামারীর পর সোমবার পুলিশ ৬জন শ্রমিককে আটক করে কার্যবিধির ১৫১ ধারায় জেলহাজতে পাঠায়। সোমবার ৬ শ্রমিকের জামিন লাভ হলেও সড়কে নছিমন-করিমন চলাচল বন্ধ হওয়া মটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যান চালকরা যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে নছিমন-করিমন চলাচল বন্ধ থাকায় প্রায় আড়াইশ পরিবার কষ্টে দিন কাটাচ্ছেন বলে শ্রমিকদের পারিবারিক সূত্র জানিয়েছেন। এলাকাবাসী এ সংকট সমাধান করে সড়কে দ্রুত যান চলাচলের দাবী জানিয়েছেন। এ বিষয়ে সোলাদানা ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও দ্বন্দ্বের কারণে সাময়িকভাবে নছিমন-করিমন বন্ধ থাকে। দ্রুত আবারো নছিমন-করিমন চলাচল করবে বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here