পাইকগাছায় ওসি সহ অর্ধশত ব্যক্তির নামে মামলা : বাদীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0
459

পাইকগাছা প্রতিনিধি :পাইকগাছা থানার দু’ওসি ও দারোগা সহ প্রায় অর্ধশত ব্যক্তির নামে আদালতে মামলা হওয়ায় বাদীর বিরুদ্ধে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পূর্ব গজালিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আব্দুস ছালাম বলেন, আমিরপুর গ্রামের মাহমুদ আলী গাজীর ছেলে এবিএম এনামুল হক একজন জালচক্রের হোতা, মামলাবাজ ও চাঁদাবাজ। তার নামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে প্রকল্পের জাল ও টাকা আত্মসাৎ করার অভিযোগে ১৭১/০৬ নং মামলা চলমান রয়েছে। সে উপজেলা মিনাজ বদ্ধ নদী জলমহলের বিরোধ নিস্পত্তির লক্ষে উক্ত মৎস্য সমিতির কাছ থেকে লিখিতভাবে দায়িত্বভার নিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে ২৫১.২৭ একর জলমহলের ৭৫ শতাংশ নিজের নামে লিখে নেন। যা নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে থানায় ২৭ ফেব্র“য়ারি ৪১ নং মামলা হয়। পুলিশ এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করলে উক্ত এনামুল থানা ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) জাবীদ হাসান, এস,আই প্রবীর চক্রবর্তী সহ প্রায় অর্ধশত ব্যক্তির নামে আদালতে একটি মামলা দায়ের করে। এ ব্যাপারে পূর্ব গজালিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ছালাম গাজী সংবাদ সম্মেলনে আরো বলেন, অবৈধ সুবিধা না পেয়ে উক্ত এনামুল ওসি সহ তাদের বিরুদ্ধে মামলা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here