পাইকগাছায় কপোতাক্ষ নদে বাঁধ নির্মাণ, এলাকা প্লাবিত হওয়ার আশংকা

0
374

উত্তম চক্রবর্তী, পাইকগাছায় : কপোতাক্ষ নদে বাঁধ নির্মাণ করায় চলতি বর্ষা মৌসুমে বিস্তির্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।

অভিযোগে জানাযায়, খুলনা জেলার পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুরসহ কয়েকটি গ্রামের পানি প্রবাহের একমাত্র মাধ্যম হচ্ছে কপোতাক্ষ নদ। ওই এলাকার মৃতঃ নাজেম গাজীর ছেলে মোসলেম গাজী ভুয়া বন্দোবস্ত করে শ্রীকণ্ঠপুর গ্রামের সরদারপাড়া সংলগ্ন কপোতাক্ষ নদে বাঁধ নির্মাণ করছে। ফলে এলাকার একমাত্র পানি সরবরাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। এ ব্যাপারে এলাকাবাসী মঙ্গলবার সকালে মোসলেম গাজীর বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগীরা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনকে নির্দেশ দিয়েছেন বলে জানা যায়।

ভূক্তভোগীদের একজন রফিকুল বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি নিজের ইচ্ছে মত এই বাঁধ দিয়েছেন, আমরা প্রতিবাদ করলেও শোনেনি। বাঁধ অপসারণ না করলে এই এলাকার মানুষ ডুবে মরবে। আমরা অবিলম্বে বাঁধ অপসারণ চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here