পাইকগাছায় ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের সাংবাদিক সম্মেলন

0
480

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: ‍পাইকগাছায় হাউলী গ্রামের আছিরুদ্দীন গাজী তার ছোট ভাই আজিরুদ্দীনের বিরুদ্ধে মামলাবাজ, জবর দখলকারীর অভিযোগ এনে পাইকগাছা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেছেন।
বৃহস্পতিবারে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা মৃত বেলায়েত গাজী জীবিত থাকাবস্থায় হাউলী গ্রামে নিজস্ব বসতবাড়ীতে বসবাস করতেন। ঐ সময় আমার ছোট ভাই আজিরুদ্দীনের উৎশৃংখলা ও সম্পত্তি তছরুপের আশংকায় তিনি তাকে পার্শ্ববর্তী প্রতাপকাটি মৌজায় বাড়ী ঘর বেঁধে দিয়ে পৃথক করে দেন। পিতার মৃত্যুর পর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রতাপকাটি মৌজায় ২টি খতিয়ান এবং হাউলী মৌজায় ৬টি খতিয়ানের সমুদয় সম্পত্তি ৫ বোন ও দুই ভাইয়ের মধ্যে বন্টন করা হয়। প্রতাপকাটি মৌজায় আমার পৈত্রিক ও খরিদা সম্পত্তি অন্যত্র বিক্রয় করি। আর আজিরুদ্দীন হাউলী মৌজায় তার পৈত্রিক ও খরিদকৃত সম্পত্তি হতে প্রায় ৮ শতক জমি পার্শ্ববর্তী জুলহাজ গাজীর নিকট বিক্রয় করে। সেখানে সে দখলে আছে এবং বাকী সম্পত্তি স্থানীয় সার্ভেয়ার নেছার উদ্দীন সরদারের দ্বারা জরিপ করতঃ তার অংশ সে বুঝে নেয়। যা সে অদ্যবদি পর্যন্ত ভোগ দখলে রয়েছে। অথচ সে নিজ সম্পত্তি বাদে আমার সম্পত্তি জবর দখলের জন্য প্রায় হামলা চালায়। এছাড়াও একের পর এক আমার ও আমার পরিবারবর্গের নামে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানী করছে। এ পর্যন্ত আজিরুদ্দীন আমাদের নামে কমপক্ষে ৮টি অভিযোগ করেছে। যার মধ্যে পাইকগাছা থানায় ৭৯৮/১৭ নং জিডি রয়েছে। তার দায়ের করা পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের এম.আর ৪৬/১৫ নং মামলাটি মিথ্যা প্রমাণিত বলে দাবী করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here