পাইকগাছায় দফাদারের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা ও সচিবের সাথে অসাদাচারণ করার অভিযোগ

0
363

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার সোলাদানা ইউনিয়ন পরিষদের দফাদার আব্দুল মজিদ গাজীর বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও ইউপি সচিবের সাথে অসাদাচারণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দফাদারকে কারণ দর্শানো নোটিশ প্রদান ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, ইউপি সচিব নিরাপদ মল্লিক, মাতৃত্ব ভাতাভোগীদের তালিকা দফাদার আব্দুল মজিদ গাজীর হাতে দিয়ে উপকারভোগীদের ইউনিয়ন পরিষদে উপস্থিত হওয়ার কথা বললে, দফাদার মজিদ ইউপি সদস্য আবু সাঈদ মোল্লার উপস্থিতিতে সচিবের দেয়া তালিকা ছুড়ে ফেলে দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনার প্রতিকার চেয়ে ইউপি সচিব গত ৫ মে ইউপি চেয়ারম্যান বরাবর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান ৩ দিনের মধ্যে জবাব চেয়ে দফাদারকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেন।

এতে দফাদার ক্ষিপ্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে অফিস চলাকালীন সময়ে ইউপি সচিবকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্চিত করে হুমকি প্রদর্শন করে। সর্বশেষ এ ঘটনায় ইউপি সচিব বাদী হয়ে দফাদার মজিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক জানান, আমি সচিবের লিখিত আবেদনের প্রেক্ষিতে দফাদারকে কারণ দর্শানো নোটিশ প্রদান করার পাশাপাশি বৃহস্পতিবার সকালে বিষয়টি সচিবের সাথে মিটিয়ে নেওয়ার জন্য দফাদার মজিদকে বলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here