পাইকগাছায় দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

0
404

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: পাইকগাছায় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা ডায়াবেটিস সেন্টারে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ও বিএমএ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাঃ শহীদ উল্লাহ’র সভাপতিত্বে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সংগঠনের সহ-সভাপতি সুরাইয়া বানু ডলি।

 

সাংবাদিক আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পাঠাগারের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মন্টু। বক্তব্য রাখেন, প্রভাষক বজলুর রহমান, সাংবাদিক আলাউদ্দীন রাজা, শেখ সেলিম, শ্রমিক নেতা শাহাজান আলী ও শুভংকর সরদার। সংগঠনের পক্ষ থেকে ৫ শতাধিক দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান সহ ২৪জন চক্ষু রোগীকে অপারেশনের ব্যবস্থা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here