পাইকগাছায় পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো ছিনতাই ও চাঁদাবাজীর অভিযোগ দিয়ে হয়রানীর চেষ্টা

0
354

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: পাইকগাছায় পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো পিতা-পুত্রকে থানায় ছিনতাই-চাঁদাবাজীর অভিযোগ দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লস্কর ইউপির উত্তর-পূর্ব খড়িয়া এলাকায়। এদিকে প্রতিকার চেয়ে পাওনাদার দিপংকর সানা স্থানীয় ইউপি চেয়ারম্যানের গ্রাম্য আদালতে অভিযোগ করেছেন। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব খড়িয়া রাজেন্দ্র সানার ছেলে দিপংকর সানার কাছ থেকে বিগত ২০১৩ সালে উত্তর খড়িয়ার মৃত নিমাই মন্ডলের ছেলে কৃষ্ণপদ মন্ডল ১৫ হাজার টাকা হাওলাদ গ্রহণ করেন এবং তা পর্যায়ক্রমে এ পর্যন্ত ৯ হাজার টাকা ফেরত দিয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে দিপংকর সানা অভিযোগ করেছেন, ঘটনার দিন ২৯ জুন কৃষ্ণপদ মন্ডলের ছেলে তাপস লোক মারফতে ১ হাজার টাকা পাঠালে তিনি তা ফেরত দেন। এ বিষয়ে পরবর্তীতে কৃষ্ণপদ মন্ডলের বাড়ীতে গেলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন এবং উল্টো আমাকে ছিনতাই ও চাঁদাবাজীর মামলায় জড়ানোর হুমকি দেন। ঐ দিনই এ ঘটনায় তিনি লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামানের গ্রাম্য আদালতে কৃষ্ণপদ মন্ডলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন। এদিকে কৃষ্ণপদ মন্ডল একই দিনগত রাতে পাওনাদার দিপংকর সানা ও তার ছেলে চয়ন সানার বিরুদ্ধে ৫০ হাজার টাকার কথিত ছিনতাই, চাঁদাবাজীর অভিযোগ দিয়ে থানায় একটি অভিযোগ করেছেন। এ ঘটনা জানাজানির পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here