পাইকগাছায় পূজা উদযাপন পরিষদনেতা গুরুদাশ রায় ও বিশ্বজিৎ পরলোকে

0
490

পূজা উদযাপন পরিষদের শোক

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় দেলুটি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গুরুদাশ রায় (৬৮) ও গদাইপুর মঠবাটী শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহানামযজ্ঞ কমিটির অন্যতম সংগঠক বিশ্বজিৎ বিশ্বাস (৪৮)-এর অকাল মৃত্যুতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু, সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস সহ জেলা, উপজেলা ও মন্দির কমিটির নেতবৃন্দ গভীর এক শোক বার্তায় শোকাহত দুটি পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন। গুরুপদ রায় দীর্ঘদিন অসুস্থ অবস্থায় মঙ্গলবার রাত আড়াইটার দিকে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ২ মেয়ে, ২ ছেলে অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এদিকে মঠবাটী শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সাবেক সভাপতি প্রয়াত বিভূতি বিশ্বাসের ছোট ছেলে বিশ্বজিৎ বিশ্বাস দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। এ দু’নেতার মৃত্যুতে অন্যান্য বিবৃতিদাতারা হলেন, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, গাজী নজরুল ইসলাম, মোস্তফা কামাল জাহাঙ্গীর, মোর্তজা জামান আলমগীর রুলু, প্রজিৎ কুমার রায়, গোলাম কিবরিয়া রিপন, চম্পক পাল, সাধন ভদ্র, এ্যাডঃ অজিত কুমার মন্ডল, প্রফুল্ল কুমার সরদার, নব-নির্বাচিত দু’সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাশ ও কাউন্সিলর রবিশংকর মন্ডল, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, রতন ভদ্র, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, রিপন কুমার মন্ডল, যুগল কিশোর দে, তাপস বসু, মুরারী মোহন সরকার, বিভাষেন্দু সরকার, প্রকাশ ঘোষ বিধান, শংকর দেবনাথ, মনোহর সানা, সন্তোষ কুমার সরকার, সাবেক চেয়ারম্যান নির্মল কুমার মন্ডল, অসীম রায় চৌধুরী, প্রজিৎ রায়, কল্লোল মল্লিক, সন্তোষ সরকার, সৌরভ রায়, দেবব্রত মন্ডল, অপূর্ব রায়, স্নেহেন্দু বিকাশ, বিজন বিহারী সরকার, উত্তম কুমার সাধু, সুকৃতি মোহন সরকার, সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, বিজন রায়, হেমেশ মন্ডল, উত্তম কুমার দাশ, বিজয় রায়, নিহার সানা, গৌতম মন্ডল, তপন বাইন, সুভাষ বৈরাগী, পঞ্চানন সানা, বিভূতি ভূষণ সানা, বাবুরাম মন্ডল, পিযুষ সাধু, জগদীশ রায়, পারুল রাণী মন্ডলসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here