পাইকগাছায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

0
415

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলার কালুয়ারআবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ উঠেছে। বুধবার সকালে স্কুলের সামনে গজালিয়া ও চৌমুহনী মেইন রোড সড়কে অভিভাবক ও এলাকাবাসী প্রধান শিক্ষকের বদলীসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৩৭নং কালুয়ারআবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম বিদ্যালয়ে যোগদানের পর থেকে সাবেক সভাপতি আক্কাজ আলী ঢালীর ইন্দনে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি কবিরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক সময়মত বিদ্যালয়ে আসে না। শিক্ষার্থীদের নিয়ে কোন জাতীয় দিবস পালন, উঠান বৈঠক, মা সমাবেশ করেন না। সরকারী অনুদানের টাকা কোথায়, কিভাবে খরচ করেছে তার কোন সঠিক হিসাব দিতে পারেননি। নামমাত্র বানোয়াট একটি হিসাব তৈরী করেছেন। ম্যানেজিং কমিটিকে না জানিয়ে প্রধান শিক্ষক স্কুলের একটি বড় শিরিষ গাছ বিক্রি করে দিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে কোন জবাব দিতে পারেনি। আমি বিভিন্ন দপ্তর সহ শিক্ষা অফিস বরাবর অভিযোগ করেছি। এ ব্যাপারে প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম বলেন, গত বছরের হিসাব এখনও সম্পন্ন করা হয়নি। তাই হিসাব দিতে দেরি হচ্ছে। আর ওঠান বৈঠক ও মা সমাবেশ করা হয় না সত্য। অভিভাবক ডাঃ শাহীন বলেন, প্রধান শিক্ষক দায়িত্ব পালনে অবহেলার কারণে স্কুলের ফলাফল দিন দিন খারাপ হচ্ছে। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান দিন দিন কমে যাচ্ছে এবং ইতিপূর্বে প্রধান শিক্ষক মৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা আত্মসাতের ঘটনায় মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় শাস্তিমূলক বদলী করে কর্তৃপক্ষ। উপজেলা সহকারী শিক্ষা অফিসার তপন কুমার বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকা থেকে কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here