পাইকগাছায় ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের মামলা : আদালতের সমন আদেশ

0
475

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করায় আদালত ব্যবসায়ী রনি সাধুর বিরুদ্ধে সমন আদেশ দেওয়ায় বাদীকে ভয়-ভীতি প্রদর্শন সহ মিথ্যা রিপোর্ট প্রকাশ করে নাজেহাল করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে ব্যবসায়ী মহলের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী মহল ও আদালতের মামলা সূত্রে জানা গেছে, গত ১৩/১১/২০১৫ তারিখে উপজেলার মেলেকপুরাইকাটি প্রায়ত ব্যবসায়ী রামপ্রসাদ সাধু ও তার ছেলে পাইকগাছা বাজারের ব্যবসায়ী রনি সাধু এলাকার ক্ষুদ্র ঋণদান সমিতি থেকে ব্যবসার জন্য ২ লাখ ৪০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। জানা গেছে, ৬ মাসের শর্ত দিয়ে এ ঋণ গ্রহণ করলেও তারা এ সময়ের মধ্যে মাত্র ৪৮ হাজার টাকা প্রদান করেন। ইতোমধ্যে রনির পিতা রামপ্রসাদ সাধুর অকাল মৃত্যু ঘটে এবং ঋণের টাকা নিয়ে এলাকার ব্যবসায়ীমহল নিকট আত্মীয়দের মধ্যে একাধিকবার বসাবসির পর রনি সাধু ঋণের টাকা পরিশোধের প্রতিশ্র“তি দিলেও একাধিক সে শর্ত ভঙ্গ করেন। এ ঘটনায় শেষ পর্যন্ত স্থানীয় ইউপি চেয়ারম্যান পর্যন্ত গড়ায়। গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়ের রহমান গ্রাম্য আদালতে কেস নং- ১০১, ১০/১০/১৬ তারিখের আদেশে এ ঋণদান সমিতিকে সুনামধন্য উল্লেখ করে রনি সাধু ও তার পিতা ২ লাখ ৪০ হাজার টাকা ঋণ গ্রহণ, ৪৮ হাজার টাকা প্রদান, ১ লাখ ৯২ হাজার টাকা পাইবে বলে লিখিতভাবে জানিয়েছেন। ঐ আদেশে তিনি আরো জানান, রনি সাধু বার বার টাকা পরিশোধের অঙ্গীকার করলেও তালবাহানা করে সময়ক্ষেপন করেছেন। এ বিষয় সমিতির সংগঠক ও ব্যবসায়ী পিযুষ কুমার সাধু জানান, চেয়ারম্যানের গ্রাম্য আদালতের নির্দেশনার পর রনি অগ্রাহ্য করায় তিনি শেষ পর্যন্ত টাকা আদায়ের জন্য পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি.আর ১৭১/১৬ নং মামলা দায়ের করেন। এ মামলার কৌশলী জানিয়েছেন, বিবাদীকে সমন আদেশ দেওয়ায় তারা ভিন্ন পথ অবলম্বন করার চেষ্টা করছেন। পিযুষ সাধু আরো অভিযোগ করেছেন, আদালতের মামলার ঘটনায় রনির পরিবার তাকে নাজেহাল করার জন্য সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে গত ২৫ ফেব্র“য়ারি একটি সাপ্তাহিক পত্রিকায় তার ও সমিতির অন্য সদস্যদের সম্পর্কে মিথ্যা তথ্য ও কুৎসা রটিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে। সমিতি রনির কাছ থেকে ব্লাঙ্ক চেক ও স্ট্যাম্প রাখা হয়নি বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here