পাইকগাছায় মানবাধিকার কর্মীর পরিচয়ে অনৈতিক কার্যকলাপ চালাচ্ছে মোবারেক

0
381

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: পাইকগাছায় মোবারেক হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে মানবাধিকার কর্মীর পরিচয় দিয়ে অনৈতিক কার্যকলাপসহ বিভিন্ন অপরাধজনক কর্মকান্ডের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

একাধিক অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মঠবাটীর জনৈক মোবারেক হোসেন নামে এক যুবক মানবাধিকার কর্মীর পরিচয় দিয়ে প্রভাব বিস্তার একাধিক নারীর সাথে অনৈতিক কার্যকলাপ, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপরাধ করে থাকেন। যা নিয়ে কয়েকবার শালিস বিচারও হয়েছে।

সে কয়েকজন ব্যবসায়ীর অর্থ আত্মসাৎ করায় তার নামে কয়েকটি মামলাও রয়েছে বলে তার গ্রামের কয়েকটি সূত্র জানিয়েছে। তাছাড়া মারামারী, হাঙ্গামা মামলাও ছিল। সম্প্রতি মোবারেক হোসেনের নামে উপজেলার কাটাবুনিয়া গ্রামের জনৈক মহিলাকে ধর্ষণের অভিযোগে পাইকগাছা থানায় মামলা রয়েছে।

এ ব্যাপারে সে তার লোকজন দিয়ে ধর্ষিতা মহিলাকে মামলা তুলে নেয়ার চাপ প্রয়োগ করছে। যা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলে সে এখন গা ঢাকা দিয়েছে। পুলিশ বলছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাইকগাছায় জনৈক শাহাবুদ্দীন বিশ্বাসের পৈত্রিক সম্পত্তিতে জোর করে মৎস্য লীজ ঘের করছে, সে পাইকগাছা থানায় মোবারেকের নামে এক অভিযোগ করেছে। মোবারেক সেখানে হাজির হচ্ছে না বলে ওসি আমিনুল ইসলাম জানান।

মোবারেক ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশনের উপজেলার গদাইপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি। সে বলে বেড়ায় মানবাধিকার কর্মী। এ সব কথা বলে এলাকায় নিজেকে জাহির করছে।

এ সব বিষয়ে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক নিজাম উদ্দীন জানান, এসব বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ফাউন্ডেশনের বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here