পাইকগাছায় যাচাই-বাছাইয়ের দু’সপ্তাহ হলেও আলোর মুখ দেখছে না প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা

0
571

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শেষ পর্যন্ত কমিটির দ্বন্দ্বে আলোর মুখ দেখছে না প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা। যাচাই-বাছাইয়ের দু’সপ্তাহ পরেও তালিকায় নাম সংযোজন-বিয়োজন নিয়ে ৭ সদস্য কমিটির সভাপতি ও অন্য সদস্যদের দ্বন্দ্বে এ অচল অবস্থার সৃষ্টি হয়েছে এবং সভাপতির অনঢ় অবস্থার কারণে সনদধারী ভাতাপ্রাপ্ত অনেক মুক্তিযোদ্ধা তালিকা থেকে ছিটকে পড়তে পারেন বলে আশংকা করা হচ্ছে। এদিকে অনৈতিক সুবিধা নিয়ে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানোর চেষ্টা করা হচ্ছে বলে সাবেক উপজেলা কমান্ডার, ডেপুটি কমান্ডার সহ সনদধারী প্রবীন মুক্তিযোদ্ধারা জাতীয় কাউন্সিল ও জেলা প্রশাসকের কাছে পৃথক অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট কমিটি গত ২১, ২৮ ও ২৯ জানুয়ারি ৩ দিন ধরে এ উপজেলার ভাতাপ্রাপ্ত সনদধারী ২১৪ মুক্তিযোদ্ধার মধ্যে অভিযুক্ত ও এক তালিকার গেজেটভূক্ত ৭৩, লাল মুক্তিবার্তার ৩৮ ও দাবিদার ২৬২ জনের মধ্যে যাচাই-বাছাই হলেও আজও চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে সন্দেহ-অবিশ্বাস দেখা দিয়েছে। সূত্র নিশ্চিত করেছে, দফায় দফায় বৈঠক করেও মত-পার্থক্যের কারণে কমিটির সভাপতি তার একটি তালিকা ও অন্য সদস্যদের আরেকটি তালিকা কমিটির সচিব (ইউএনও)-এর কাছে জমা দিয়েছেন। এদিকে ক্ষমতার প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা নিয়ে তালিকায় ভূয়াদের মুক্তিযোদ্ধা বানানোর চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগে ইতোমধ্যে সাবেক উপজেলা কমান্ডার গাজী রুহুল আমিন, ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান মিস্ত্রী, ইউনিয়ন কমান্ডার আব্দুস সবুর সহ অনেক মুক্তিযোদ্ধা জাতীয় কাউন্সিল ও জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেছেন। চূড়ান্ত তালিকা নিয়ে মতপার্থক্যের কথা স্বীকার করে কমিটির সভাপতি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ মুজিবুর রহমান বলেন, নীতিমালা অনুসরণ করে ইউএনও কাছে একটি তালিকা জমা দেয়া হয়েছে। বাছাই কমিটির সদস্য ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সদস্য মোঃ মহসীন আলী বলেন, জটিল এ বিষয়টি নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু নেতিবাচক অভিযোগ তুলে এ প্রক্রিয়াকে বিতর্ক করা ঠিক হবে না। কমিটির সচিব উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান বলেন, যত সম্ভব দ্রুত প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করে তা প্রকাশ করা হবে।

SHARE
Previous articleরাজগঞ্জে আম গাছে মুকুলের সমারহ
Next articleইবিতে বসন্ত বরণ
সম্পাদক-বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, প্রকাশক-ফয়সাল ফারুকী অমি, প্রধান সম্পাদক - জাহিদ হাসান টুকন, নির্বাহী সম্পাদক-সাকিরুল কবীর রিটন বার্তা সম্পাদক-ডি এইচ দিলসান। নিউজ রুম ই-মেইল-magpienews24@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here