পাইকগাছায় যাত্রীবাহী বাস চলন্ত অবস্থায় দোকান ভেঙ্গে খাদে পড়ে ড্রাইভার ও হেলপার সহ আহত ৭

0
407

বাবুল আক্তার, পাইকগাছা :পাইকগাছায় যাত্রীবাহী বাস চলন্ত অবস্থায় দোকান ভেঙ্গে খাদে পড়ে ড্রাইভার ও হেলপার সহ ৭জন আহত হয়েছে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ড্রাইভারের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুমেক হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার বিকেলে উপজেলার গদাইপুরের কার্তিকের মোড় নামকস্থানে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খুলনা থেকে পাইকগাছার উদ্দেশ্যে ছেড়ে আসা খুলনা মেট্টো-জ-০৫-০০১ নং একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে পাইকগাছার কার্তিকের মোড় নামকস্থানে ঘুরাতে যেয়ে গতি হারিয়ে মুদি দোকান ভেঙ্গে খাদে পড়ে যায়। মুদি দোকানদার আহাদ আলী সরদার জানান, বাসটির গতিবেগ এতই ছিল যে, মোড়ের নিকট এসে ঘুরাতে গিয়ে আমার দোকান ভেঙ্গে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আমি বুঝতে পেরে দোকান থেকে দৌড়ে বেরিয়ে যাই। এতে আমার দোকানের মালামাল সহ পাকা ওয়াল ভেঙ্গে ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ঘটনায় ড্রাইভার রেজাউল করিম, হেলপার শেখ নজরুল ইসলাম, যাত্রী পাইকগাছা থানার কনেস্টবল সন্দ্বিপ সরকার, পৌরসভার শিমুল বিশ^াসের স্ত্রী অঞ্জলী রাণী (৩৫), কয়রার খিরোলের আবু সাঈদ, সাতহালিয়ার আশরাফ মোল্লা (৬৫) ও সরল গ্রামের সোনাই সরদার আহত হয়েছেন। আহতরা পাইকগাছা হাসপাতালে ভর্তি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here