পাইকগাছায় হারীর টাকা না দিয়ে জোরপূর্বক চিংড়ি ঘের করার অভিযোগ

0
401

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা:পাইকগাছায় কয়েক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে হারীর টাকা না দিয়ে জোরপূর্বকভাবে অন্যের জমিতে লবণ পানির চিংড়ি ঘের করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হলেও আজও বিষয়টির সমাধান মিলেনি বলে জানা গেছে। সূত্র জানিয়েছেন, এ নিয়ে কয়েকবার বসাবসি হলেও তা সমাধান হয়নি।
উপজেলার গদাইপুর ইউপির মঠবাটী গ্রামের শাহাবুদ্দীন আহম্মেদের ছেলে ভূক্তভোড়ী গিয়াস উদ্দীন আহমেদ অভিযোগ করেছেন মঠবাটী মৌজায় তার ও ভাইদের নামে ২৬৮, ৫৫৮ ও ১২০৮ খতিয়ানে ২৩.৪১ একর সম্পত্তি জোরপূর্বকভাবে একই গ্রামের মোবারক সরদার চলতি বছরে কোন রকম লীজ চুক্তি না করে জোর জবরানে লবণ পানির চিংড়ি ঘের করছে। যার হারী হিসেবে ৭ লাখ ৮০ হাজার টাকার উপরে। এ নিয়ে স্থানীয়ভাবে বসাবসির পরও সমাধান না মেলাই শেষ পর্যন্ত গিয়াস উদ্দীন মোবারক সরদার সহ ৭ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। পুলিশ বলছে, এ অভিযোগের অন্যান্যরা উপস্থিত হলেও ১নং বিবাদী মোবারক থানায় হাজির না হওয়ায় বিষয়টি নিস্পত্তি ঝুলে গেছে। তবে অচিরেই বিষয়টি সমাধান হবে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here