পাইকগাছা-কয়রা সড়কের পাশে সরকারি জায়গায় নার্সিং পয়েন্ট স্থাপনের অভিযোগ

0
1045

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় লস্কর ইউপির কয়রা সড়কের পাশে আলমতলা নামক স্থানে সরকারী রাস্তার ধারে একাধিক নাসিং পয়েন্ট ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা ইমারত নির্মাণ করার আভিযোগ পাওয়া গেছে।
উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাকেরুল ইসলাম জানান, লস্কর ইউনিয়নের আলমতলা নামক স্থানে পাইকগাছা-কয়রা সড়কে পাশে সরকারী জায়গায় সোহাগ নাসিং পয়েন্ট, সরদার নার্সিং পয়েন্ট, নয়ন নার্সিং পয়েন্ট, গড়ে ওঠেছে। উক্ত ৩ টি প্রতিষ্ঠানের মালিক সুমন কাগজী, আজিজুর রহমান ভূট্যো ও আঃ মান্নান মিস্ত্রি গংরা। তারা কয়েক বছর আগে বদ্ধ বাউখোলা নদীতে গোল পাতা ঘর বেধে নাসিং পয়েন্ট (চারা মাছের) ব্যবসা করে আসছে। জানা যায় তারা সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন কি ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স পর্যন্ত নেই। ১ খতিয়ানের ১০৩৬ দাগে সোহাগ নার্সিং পয়েন্ট মালিক সুমন কাগজী, রাতের আঁধারে পাকা ইমারত নির্মান করছে। এ খবর উপজেলা নির্বাহী অফিসার ফখরুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আওয়ালের নির্দেশে শনিবার দুপুরে সার্ভেয়ার সাফিরুল ঘটনাস্থল পরিদর্শন করে পাকা ইমারত নির্মানের কাজ বন্ধ করে কাগজপত্র দেখানোর কথা জানিয়েছেন। এ বিষয়ে সুমন কাগজী জানান, তারা বন্দোবস্ত গ্রহিতার কাছ থেকে এ সম্পত্তি ক্রয় করে নার্সিং পয়েন্ট নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here