পাইকগাছা বাজারের পেরিফেরি জায়গার বটগাছ কেটে পাকা দোকান ঘর নির্মাণের অভিযোগ

0
362

নিজস্ব প্রতিবেদক, (পাইকগাছা): পাইকগাছা বাজারের সরকারি পেরিফেরির জায়গায় একটি বট বৃক্ষ কেটে ফেলে পাকা দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অন্যদের চোখ এড়ালেও গণমাধ্যম কর্মীদের নজরে আসায় বিষয়টি স্থানীয় ব্যবসায়ী ও সচেতনমহলে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ উঠেছে, পাইকগাছা পৌরসভাস্থ কাঁচা বাজারের সরকারি পেরিফেরির জায়গায় প্রায় অর্ধশত বছরের একটি বট গাছ কেটে ফেলে পাকা স্থাপনার তৈরীর অভিযোগ উঠেছে পাইকগাছা দাওয়াখানা ঔষধ ঘরের মালিকের বিরুদ্ধে। বনানী সংঘের পাশেই একটি বটবৃক্ষ কর্তন করে অবৈধভাবে পাকা স্থাপনা তৈরীর বিষয়টি সংঘ ও বাজার ব্যবসায়ীদের চোখ এড়ালেও গণমাধ্যমকর্মীরা সংশ্লিষ্টদের অবহিত করলে সকলেই নড়েচড়ে বসে। এ ব্যাপারে শাহাদাৎ হোসেন জানান, আমার ভাই বাচ্চু মারা যাওয়ার সময় পর তার শিশু ছেলের জন্য প্রশাসনের অনুমতি নিয়ে বটগাছ কেটে পাকা দোকান ঘর নির্মাণ করেছি। বনানী সংঘের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক জি,এম, উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিক অভিযোগের কথা জানিয়ে গণমাধ্যমকর্মীদের বলেন, আমি নিজে প্রায়ত বাচ্চুর ছেলেকে গাছ কাটার কারণ জিজ্ঞাসা করলে সে কোন সদোত্তর দিতে পারেনি। উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান জানান, বিষয়টি শুনেছি। যে ব্যক্তি বটগাছ কেটে পাকা দোকান নির্মাণ করেছে তাকে সংবাদ দেয়া হয়েছে এবং এ বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here