পাকিস্তানের নাগরিকত্ব পাচ্ছেন চীনারা!

0
338

ম্যাগপাই নিউজ ডেস্ক : পাকিস্তান আর চীনের মধ্যে বন্ধুত্ব বরাবরই বেশ গভীর। ইতোমধ্যেই পাকিস্তানে কয়েক কোটি ডলার বিনিয়োগ করেছে চীন।

বর্তমানে চীন-পাকিস্তান ইকনমিক করিডরের কাজ চলছে। তবে এবার প্রকাশ্যে সেই বন্ধুত্ব আরও জোরদার হওয়ার প্রমাণ এল।
চলতি বছরে পাকিস্তানে প্রচুর চীনা নাগরিকের বসবাস করার খবর পাওয়া গেছে। বেশির ভাগই সেই প্রজেক্টে কাজ করছেন। আবার অনেকে ব্যবসাও করছেন। তবে, সম্প্রতি জানা গেছে, চীনের নাগরিকেরা পাকিস্তানে স্থায়ী ঘাঁটি গেড়ে ফেলেছেন অর্থাৎ নাগরিকত্ব পাচ্ছেন তারা। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তার কিছু প্রমাণ।

পাকিস্তান আমাদের দেশের NID কার্ডের সমতুল্য হল CNIC কার্ড। আর সম্প্রতি একটি ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে ওই কার্ডে এক চীনা নাগরিকের নাম ও ছবি দেখা যাচ্ছে।

সেই ব্যক্তির নাম ফেং লিন সুই। এতে অনেক পাকিস্তানই বিভ্রান্ত হয়েছেন। কেন সেই চীনাকে নাগরিকত্ব দেওয়া হল, সেটা কেউই ভেবে পাচ্ছেন না। অন্যদিকে, প্রশ্ন উঠেছে আফগান শরণার্থীদের কেন নাগরিকত্ব দেওয়া হয়নি পাকিস্তানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here