পাকিস্তানে ২ চীনা শিক্ষককে হত্যা করলো আইএস

0
393

ম্যাগপাই নিউজ ডেস্ক: পাকিস্তানে অনেকদিন ধরেই অপহৃত থাকা দুই চীনা শিক্ষককে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং আজ এক বিবৃতিতে এখবর জানান।

চীনের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে এক জন নারী রয়েছেন। এছাড়া অপহরণের সময় জঙ্গিদের হাত থেকে পালিয়ে বেঁচেছিলেন অপর এক চীনা নারী।

মুখপাত্র হুয়া এই জোড়া খুনের সংবাদ জানিয়ে বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তান যে ব্যবস্থা নিচ্ছে, আমরা তার প্রশংসা করছি।

জানা গেছে, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েট্টায় চীনা ভাষা শেখাতে গিয়েছিলেন ওই দুই চীনা নাগরিক। মে’র শেষ সপ্তাহে পুলিশের ছদ্মবেশে তাদের অপহরণ করে সশস্ত্র কিছু জঙ্গি। ইসলামাবাদের সঙ্গ নিয়ে এতোদিন তাদের খোঁজার চেষ্টা করছিল বেইজিং।

হুয়া তার বিবৃতিতে আরো বলেন, ‘দুই চিনা নাগরিককে বাঁচাতে পাকিস্তান যথাসাধ্য চেষ্টা করেছিল। ইসলামাবাদ আমাদের দীর্ঘদিনের বন্ধু। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের ভূমিকা প্রশংসার দাবি রাখে।’ সিএনএন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here