পাটকেলঘাটায় ওয়ার্কাস পার্টির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

0
409

মো. রিপন হোসাইন : বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী জননেতা রাশেদ খান মেনন এমপি’র আগমন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা ওয়ার্কাস পার্টির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। গতকাল বিকাল ৫ টায় তালা উপজেলার কুমিরা নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আহবানকারী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ আগামী ২৮ তারিখে জনসভাকে সফল করতে উপস্থিত করতে উপস্থিত সাংবাদিকদের কাছে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য তুলে ধরেন। তিনি সমাজ বদলের রাজনীতিতে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, সা¤্রাজ্যবাদ, ঘুষ, দুর্নিতি, বৈষম্য রুখে দেয়ার কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন দাবি সমুহের মধ্যে কপোতাক্ষ নদ খননের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা, পাখি মারা বিলে টিআর এম প্রকল্পে জমির মালিকদের ক্ষতিপুরণের টাকা পরিশোধ করা, বেতনা ও শালতা নদীকে পরিকল্পিতভাবে খনন করার দাবি তুলে ধরেন। এছাড়া তিনি পাটকেলঘাটাকে উপজেলায় রুপান্তর, মৌসুমি ফল ও সবজি সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ, ক্ষেত মজুরদের অধিকার নিশ্চিতকরণ, পল্লী রেশনিং চালু করা সহ সাতক্ষীরায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলে ধরেন। অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মোড়ল, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রাক্তন ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন, তালা উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক আদিত্য মল্লিক, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাক, সাধারণ সম্পাদক বিএম সোহেল রানা, ছাত্রলীগ নেতা কাজী হিরণ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here