পাটকেলঘাটায় ফুটবল মাঠে খেলা বন্ধ করে ব্যবসা শুরু করেছে নিটল মটরস্ লিমিটেড কোম্পানি

0
658

মো. রিপন হোসাইন : পাটকেলঘাটা ঐতিহ্যবাহী ফুটবল মাঠে খেলাধুলা বন্ধ করে নিটল মটরস লিমিটেড কোম্পানি বিভিন্ন গাড়ী প্রর্দশনী করছে । সোম-মঙ্গলবার দুই দিন ব্যাপী মেলা শুরু । এতে করে মাঠের খেলাধূলা পরিবেশ মারাত্বক ভাবে ব্যাহত হচ্ছে। এই মাঠে বৃষ্ঠি সময়ে জলাবদ্ধতা থাকার কারনে খেলাধুলা করতে পারে না । তার পরে মাঠে যদি ভারী যানবহন চলাচল করে তাহলে মাঠে খেলা-ধুলা করার উপযোগী থাকে না । এই ঐহিত্যবাহী পাটকেলঘাটা ফুটবল মাঠে কাক ডাকা ভোরের থেকে বাজারের ব্যবসায়ী ও পেশাজীবিরা খেলা করে। তারপর দুপুর গড়িয়ে বিকাল হতে না হতেই পাটকেলঘাটা স্থানীয় পেশাদার প্লেয়ারা ও স্কুল কলেজ পড়–য়া ছাত্ররা খেলা করে। তাদের খেলা বন্ধ করে আন্তজার্তিক মান সম্পন্ন ভারতের টাটা কোম্পানি বাংলাদেশের একমাত্র আমদানী কারক নিটল টাটা তাদের ব্যবসা খেলা মাঠে চালাচ্ছে সূধী জনের প্রশ্ন ? সরেজমিনে পাটকেলঘাটা ফুটবল মাঠে যেয়ে দেখা যায় নিটল টাটা মটরস তাদের বিভিন্ন প্রকারের গাড়ীর পসরা সাজিয়ে নিয়ে বসে বিশাল প্যান্ডেল করে । মাঠে নিয়মিত খেলোয়ালরা জানান আমাদের খেলা ধুলা বন্ধ করে কে বা কারা বাইরে থেকে এসে এতিহ্যবাহী মাঠটি তাদের ব্যাবসা সাজিয়ে নিয়ে বসেছে আমাদের কিছু করার নেই । এই মাঠ থেকে জাতীয় দলের অনেক ফুটবল খেলোয়াড় খেলা করেছে বা করছে। পাটকেলঘাটা থানা তথা ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমাকে কেউ কিছু বলেনি। এ ব্যাপারে তালা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন’র কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমার কাছে কেউ অনুমতি নেইনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here