পাটকেলঘাটায় মেছো বাঘ পাখির খাচায়

0
636

নিজেস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা : পাটকেলঘাটা পল্লীর আম বাগান থেকে এক দলযুবক চার পাশ থেকে ঘিরে একটি মেছো বাঘ ধরে পোল্ট্রি খামের মধ্যে পাখির খাচায় বন্দি করে রেখেছে। এ খবর মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ শিশু কিশোর ও কিশোরীরা ঐ খামারের মধ্যে বন্দি বাঘ এক নজর দেখতে ভিড় জমাতে থাকে ।
ঘটনা বিবরনে, আম বাগান মালিক থানার মিঠাবাড়ী  গ্রামের স্কুল শিক্ষক মোঃ মশিয়ার রহমান জানান, গতকাল শুক্রবার দুপুর ১২ টা দিকে  তার আম বাগানের প্রতিদিনের ন্যায় পাড়ায় ৩/৪ জন যুবক বিশ্রম নিচ্ছিল । এসময় এক যুবক মেছো বাঘটি বাগানের মধ্যে দেখতে পেয়ে বাঘ বাঘ বলে চিৎকার দিতে থাকে । মুহুর্তের মধ্যে গ্রামের লোকজন এসে আম বাগান ঘিরে ফেলে । মানুষের হৈ চৈ  শুনে প্রাণ ভয়ে বাঘটি গর্তের মধ্যে লুকিয়ে থাকে। এসময় মুকুল ইসলাম, আমিরুল মাষ্টার,ডা: আব্দুর গফুর,রুবেল সরদার ও মইজউদ্দীন ওরফে ফারুক হোসেন চটের বস্তা দিয়ে সুকৌশলে বাঘটি ধরে পোল্ট্রি খামারে মধ্যে পাখির খাচায় আটকে রাখে । এ খবর শুনে ঐ গ্রামসহ আশ পাশের গ্রামের শত শত উৎসক জনতা বাঘটি এক নজর দেখার জন্য ভিড় জমায়। এই রিপোট লেখা পর্যন্ত বাঘটি  ঐ  শিক্ষকের পোল্ট্রি খামারে মধ্যে আটক ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here