পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

0
78
Exif_JPEG_420

অভয়নগর (যশোর) প্রতিনিধি : পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জানুয়ারি) বিকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে খুলনা বিভাগের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতার উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানে অর্ন্তভুক্তি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নাগরিক উদ্যোগের খুলনা বিভাগীয় কোয়ালিশনের সভাপতি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মো. রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার কে এম নওশাদ, হিল্লোল চাকমা, সৈয়দা তামান্না হুরাইরা। আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় নাগরিক উদ্যোগের সম্মনয়কারী রহিদুল ইসলাম, পলাশ দাস, রকিবুল ইসলাম, নাগরিক উদ্যোগের খুলনা বিভাগীয় কোয়ালিশনের সহসভাপতি পাখি দত্ত। বিডিইআরএম জেলা সভাপতি সুব্রত কুমার মিস্ত্রী, ডিসি অফিসের এনজিও সম্মনয়কারী শাহাজান নান্নু। অনুষ্ঠান পরিচালনা করেন, নাগরিক উদ্যোগের ক্যাপাসিটি বিল্ডিং রিপোটিং অফিসার সাইফুল রহমান।