পুলিশের হয়রানীর প্রতিবাদে যশোরে বড় বাজারের ব্যবসায়ীরা সংঘবদ্ধ

0
369

বিশেষ প্রতিনিধি : ঈদ উপলক্ষে যাকে তাকে ধরে মামলার ভয়ভীতি দেখিয়ে গোডাউনে তালা ও এক ব্যবসায়ীকে ধরে নেওয়ার ঘটনায় যশোর বড় বাজার ব্যবসায়ীরা শনিবার রাতে সভায় মিলিত হয়েছে। পুলিশ কর্তৃক বড় বাজার থেকে কোন ব্যবসায়ীকে ধরে কিংবা তাদেরকে জিম্মি করলে বড় বাজারের সকল দোকান পাট বন্ধ করার সিদ্ধান্ত গ্রহন করা হবে।
বাজারের ব্যবসায়ীরা জানান,শুক্রবার যশোর বড় বাজারের সরদার এন্টার প্রাইজের মালিক লিটনকে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা তার বাড়ি থেকে ভারতীয় জন্ম নিয়ন্ত্রন পদ্ধতিসহ গ্রেফতার করে। পরে তার কাছে মোটা অংকের উৎকোচ দাবি করে। এক পর্যায় ৮০ হাজার টাকার বিনিময়ে লিটনকে মুক্তি দেওয়া হয়।সূত্রগুলো আরো জানায়,আরাফাত ষ্টোরের একটি গোডাউনে পুলিশ অবৈধ মালামাল রাখার অভিযোগে তালা লাগিয়ে দিয়ে ১লাখ টাকা উৎকোচ নিয়ে রক্ষা পায়। এছাড়া,তারা মিয়ার ষ্টোরের দোকানে অভিযান চালিয়ে ভারতীয় জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি রাখার অভিযোগে মোটা অংকের উৎকোচ নেওয়ার অভিযোগে ওই সড়কের সকল ব্যবসায়ীরা শনিবার রাতে এক সভায় মিলিত হয়। তারা বিপি ষ্টোরের সত্বাধিকারীকে নিয়ে সভায় মিলিত হয়ে এক সিদ্ধান্তে উপনিত হন যে ঈদের পূর্বে যদি কোন ব্যবসায়ীকে হয়রানী মূলকভাবে পুলিশ গ্রেফতার করলে সকল ব্যবসায়ীরা তার প্রতিবাদ হিসেবে দোকানপাট বন্ধ করে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here