পুসকাসের রেকর্ডে ভাগ বসালেন নেইমার

0
373

ক্রীড়া ডেস্ক : টানা তিন কোপা দেল রের ফাইনালে গোল করে মাইলফলক ছুঁয়েছেন নেইমার।কোপা দেল রেতে বার্সেলোনার শিরোপা জেতার তৃপ্তি তো আছেই। সঙ্গে ব্যক্তিগত অর্জনেও তৃপ্তির ঢেঁকুর তুলেছেন দলটির ব্রাজিলীয় তারকা নেইমার। টানা তিন কোপা দেল রের ফাইনালে গোল করে মাইলফলক ছুঁয়েছেন তিনি। একই সঙ্গে রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের রেকর্ডেও ভাগ বসিয়েছেন বার্সা তারকা।

শনিবারের ফাইনালে আলাভেসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। যাতে দ্বিতীয় স্কোরটি আসে নেইমারের পা থেকে। এর আগে ২০১৫ সালে অ্যাথলেতিক বিলবাও এবং ২০১৬ সালে সেভিয়াকে হারাতেও ফাইনালে গোল করেছিলেন নেইমার।

পুসকার এর আগে একই রেকর্ড গড়েন ১৯৬২, ১৯৬১ ও ১৯৬০ সালের ফাইনালে। এরপর এমন কীর্তিতে ভাগ বসালেন ব্রাজিলীয় তারকা নেইমার। তবে একদিক থেকে তার চেয়ে এগিয়ে থাকবেন নেইমার। পুসকাসের দল দুই ফাইনালেই নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হারের তিক্ত স্বাদ নিয়েছিল। এরপর সেভিয়াকে হারিয়ে শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here