প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয় -রাশেদ খান মেনন

0
425

নিজস্ব প্রতিবেদক, বাঘারপাড়া: সমাজ কল্যাণ মন্ত্রনালয় বিষয়ক স্থায়ি কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, গত ১০ বছরে দেশ অনেক দুর এগিয়েছে। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। প্রবৃদ্ধির হার বেড়েছে। সারা বিশে^ গার্মেন্টস শিল্পে আমাদের অবস্থান দ্বিতীয়তে। মাছ উৎপাদনে আমরা চতুর্থ স্থানে। এমনিভাবে আমরা প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। পৃথিবীর মানচিত্রে দরিদ্র দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশের কাছাকাছি পৌছে যাচ্ছি। আমরা স্বপ্ন দেখছি ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পৌছে যাবো। গতকাল বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন পরিষদের আয়োজনে ভাতা কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন। সবেক মন্ত্রী রাশেদ খান মেনন আরো ৃবলেন, এসবের পরেও উন্নয়নে বড় ধরণের বৈষম্য সৃষ্টি হচ্ছে। সমাজে পিছিয়ে পড়া ও দরিদ্র মানুষদের জন্য তেমন কিছু করা সম্ভব হচ্ছে না। সামাজিক পরিবর্তনের সাথে সাথে মানুষের মূল্যবোধের পরিবর্তন হচ্ছে। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি মানুষ অনেকের কাছে বোঝা হয়ে দাড়াচ্ছে। তাদের কথা বিবেচনা করেই বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে এদের জন্য ভাতার প্রথা চালু করেন। শুরুতে একশ টাকা হলেও আজ তা পাঁচশ টাকায় বৃদ্ধি পেয়েছে। একজন মানুষের কাছে মাসে পাঁচশ টাকা খুবই সামান্য বিষয়। তার পরেও উপার্জনে অক্ষম একজন বয়স্ক মানুষ যখন একটা চকলেট কিনে তার নাতি নাতনির হাতে দিতে পারে তখন সে মানসিক তৃপ্তিতে ভাবতে পারে পরিবারে তার উপস্থিতি আছে। প্রতিবন্ধিদের পরিচর্যা করলে তারাও সমাজে অবদান রাখতে পারে। এ কারণে সমাজে তাদের বোঝা মনে করা ঠিক হবে না। গতকাল মধ্যাহ্নে বন্দবিলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে কার্ড বিতরণী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান সব্দুল হোসেন খান। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, যশোর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক অসিত কুমার সাহা, বাঘারপাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আশরাফুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ^াস, ভাতাভোগি আকবর আলী, নজরুল ইসলাম ও মুক্তিযোদ্ধা আব্দুর রউপ। উল্লেখ্য এ অনুষ্ঠানে বন্দবিলা ইউনিয়নে বিশেষ বরাদ্দের দুইশ জন বয়স্ক, একশ জন প্রতিবন্ধি ও একশ জন বিধবার মাঝে ভাতা কার্ড বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here