প্রধানমন্ত্রীর যশোরের জনসভা সফলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ

0
519

বিশেষ প্রতিনিধি : ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোর আগমন । তার আগমন উপলক্ষে যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় শহরের সিসিটিএস মিলনায়তনে এ সভা থেকে ব্যাপক লোক সমাগম ঘটনোর প্রস্তুতিসহ কর্মীদের দিক নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন ও প্রধানমন্ত্রীর পিএস সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার জানান, প্রতিনিধি সভায় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজয়ের মাস ডিসেম্বরের শেষ দিনে যশোরে আসছেন জাতির জনক কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি যশোর স্টেডিয়ামে জনসমাবেশে বক্তব্য রাখবেন। ১৯৭৩ সালে এই স্টেডিয়ামে যশোরবাসীর সামনে বক্তব্য রেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতার স্মৃতিধন্য সেই স্টেডিয়ামে এবার জনসভা করবেন কন্যা শেখ হাসিনা।এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর আসছেন এমন খবরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। দলীয় সভানেত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। ইতোমধ্যে মোড়ে মোড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যানার লাগানো শুরু হয়েছে। বুধবারের প্রতিনিধি সভা থেকে প্রধানমন্ত্রীর জনসভায় ব্যাপক লোকসমাগম ঘটনানোর নির্দেশ দেয়া হয়েছে। প্রধান মন্ত্রীর আগমণ উপলক্ষ্যে যশোর শহর এলাকা পরিষ্কার পরিছন্ন করার প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here