প্রধানমন্ত্রী মুসলিম জাহানের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন : যশোরে প্রফেসর আব্দুল মান্নান

0
462

নিজস্ব প্রতিবেদক : যশোরে বিভাগীয় পর্যায়ে আরবি ভাষা ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান বলেছেন, বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর সারা দেশে মসজিদ গুলো সুন্দরভাবে পরিচালনা করার জন্য ইসলামী ফাউন্ডেশন গঠন করেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্র শেখ দেশে আরবি ভাষা ও ইসলামের প্রসিদ্ধি করতে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রমাণ করেছেন তিনিও পিতার এদেশের মুসলমানদের ভালোবাসেন। মুসলিম জাহানের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন। শহরের জিলা স্কুল অডিটোরিয়ামে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা ও রসায়ন চর্চায় মুসলমানদের বড় অবদান রয়েছে। যতদিন মুসলমানরা জ্ঞান-বিজ্ঞানের চর্চা করেছেন ততদিন সারা বিশ্বকে নিয়ন্ত্রণ ও নেতৃত্ব দিতে পেরেছে। জ্ঞান-বিজ্ঞানের চর্চা থেকে বেরিয়ে আসার কারণে মুসলমানদের আজ পতন হয়েছে। তিনি আরো বলেন, মুসলমানরা জাতি হিসেবে কোন সন্ত্রাসী জাতি নয়। ইসলাম শান্তির ধর্ম। মুসলমানরা শান্তিপ্রিয় জাতি। পাশ্চাত্যরা মুসলমানদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করছেন। কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সন্ত্রাসী করলে তাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সন্ত্রাসী বলা হয় না। অথচ কোন মুসলমান সন্ত্রাসী করলে মুসলমান সন্ত্রাসী বলা হয়। কারণ অতীত ইতিহাসকে সবাই ভয় পায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম ছায়েদ উল্লা। স্বাগত বক্তব্য রাখেন যশোর আমেনিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম। এতে বিভাগীয় পর্যায়ে ২৩ জন প্রতিযোগীর মধ্য থেকে ৮ জনকে জাতীয় পযার্য়ে ঢাকায় যওয়ার টিকিট দেওয়া হয়। বিজয়ীর হাতে প্রধান অতিথি ক্রেস্ট, ইয়েস কার্ড ও সদনপত্র তুলে দেন। আর সেরা তিনজনকে নগদ অর্থ দেন। এছাড়া সকল প্রতিযোগীকে সনদপত্র দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here