“প্রাইভেট ফুড গ্রেইন সার্ভের” কাজ পরিদর্শন করেন যশোর পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক

0
519

প্রেস বিজ্ঞপ্তি : সোমবার যশোর জেলা পরিসংখ্যান কার্যালয় এর উপপরিচালক মুহাম্মদ মিঝানুর রহমান হাওলাদার ঝিকরগাছা উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চলমান বিভিন্ন প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেন। অফিস পরিদর্শন শেষে তিনি “স্ট্রেনদেনিং এগ্রিকালচার মার্কেট ইনফরমেশন সিস্টেম ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্প কর্তৃক “প্রাইভেট স্টক অব ফুড গ্রেইন (ধান, গম ও ভুট্রা) জরিপ” এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ঠ তথ্যসংগ্রহকারী মো: আক্কাচ আলী। প্রথমবারের মত পরিচালিত এ জরিপের মাধ্যমে খানায় খাদ্যশস্যের মজুদ পরিস্থিতিসহ বিপণন যোগ্য খাদ্য শস্যের সঠিক পরিসংখ্যান জানা যাবে।

দুপুরে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের পুরন্দরপুর গ্রামে এবং পৌরসভার থানা পরিষদ মহল্লায় মনিটরিং দ্যা সিচুয়েশান অফ ভাইটাল স্ট্যাটিস্টিকস্ অব বাংলাদেশ (এমএসভিএসবি) প্রকল্পের কার্যক্রমও পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিসংখ্যান অফিসের জেএসএ মো: আক্কাচ আলী, ডাটা এন্ট্রি অপারেটর হিরো অর রহমান, স্থানীয় রেজিস্ট্রার শান্তা খাতুন ও নিলুফা খাতুন রেবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here