কাবাডি ফাইনাল
ক্রীড়া প্রতিবেদক : যশোর প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগে ফাইনালে সৌখিন ক্রীড়া চক্রের মুখোমুখি হবে রংধনু ক্রীড়া চক্র। অপরদিকে প্রথম বিভাগে যশোর টিটির মুখোমুখি হবে ঘোপ নওয়াপাড়া স্পোটিং ক্লাব।
শনিবার যশোর ইদগাহ ময়দানে প্রিমিয়ারে দিনের প্রথম সেমিতে সৌখিন ৩৫-৩০ পয়েন্টে আসাদ স্পোটিংকে এবং অপর সেমিফাইনালে রংধনু ৫৩-১৮ পয়েন্টে চৌরঙ্গীকে পরাজিত করে।
অন্যদিকে প্রথম বিভাগে দিনের প্রথম সেমিতে টিটি ক্লাব ৫৯-৩৫ পয়েন্টের বিশাল ব্যবধানে ওয়ান্ডার্স কেসিকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। দিনের অপর সেমিতে ঘোপ নওয়াপাড়া তরঙ্গকে ২০-১৪ পয়েন্টে পরাজিত করে ফাইনালে উঠে।
আগামীকাল যশোর ইদগাহ ময়দানে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
কাবাডি ফাইনাল
প্রিমিয়ার ডিভিশনে সৌখিনের মুখোমুখি হবে রংধনু, প্রথম বিভাগে টিটি ক্লাবের মুখোমুখি ঘোপ নওয়াপাড়া
ক্রীড়া প্রতিবেদক : যশোর প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগে ফাইনালে সৌখিন ক্রীড়া চক্রের মুখোমুখি হবে রংধনু ক্রীড়া চক্র। অপরদিকে প্রথম বিভাগে যশোর টিটির মুখোমুখি হবে ঘোপ নওয়াপাড়া স্পোটিং ক্লাব।
শনিবার যশোর ইদগাহ ময়দানে প্রিমিয়ারে দিনের প্রথম সেমিতে সৌখিন ৩৫-৩০ পয়েন্টে আসাদ স্পোটিংকে এবং অপর সেমিফাইনালে রংধনু ৫৩-১৮ পয়েন্টে চৌরঙ্গীকে পরাজিত করে।
অন্যদিকে প্রথম বিভাগে দিনের প্রথম সেমিতে টিটি ক্লাব ৫৯-৩৫ পয়েন্টের বিশাল ব্যবধানে ওয়ান্ডার্স কেসিকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। দিনের অপর সেমিতে ঘোপ নওয়াপাড়া তরঙ্গকে ২০-১৪ পয়েন্টে পরাজিত করে ফাইনালে উঠে।
আগামীকাল যশোর ইদগাহ ময়দানে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।