প্রেসক্লাব যশোরের সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

0
457

বিশেষ প্রতিনিধি : শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরের সদস্যের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে জাহেদী ফাউন্ডেশন প্রেসক্লাব যশোর শিক্ষাবৃত্তি হিসেবে সদস্যদের ৬০ জন শিক্ষার্থী সন্তানদের মধ্যে ৩ লাখ টাকা মুল্যের এই শিক্ষা বৃত্তির চেক প্রদান করেন জাহেদী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি একরাম উদ-দ্দৌলা, ফকির শওকত, সম্পাদক এস এম তৌহিদুর রহমান প্রমুখ। বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাজ ও দেশের সাংবাদিক সমাজকে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেন। প্রধান অতিথি হিসেবে নাসের শাহরিয়ার জাহেদী বলেন, বর্তমানে শিক্ষার্থীদের অভিভাবকেরা শিক্ষার্থীদের মেধা বিকাশে যা করছে সেদিক লক্ষ্য করা উচিত। একজন শিক্ষার্থী তার নিজের মেধা বিকাশে যা করতে চাই তা করতে দেওয়া উচিত। তাদের মেধা যাতে কোন ভাবেই বাধাগ্রস্থ না হয় তার জন্য অভিভাবকদের দৃষ্টি আর্কষন করেছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা একটি জাতির মেরুদন্ড। কিন্তু বর্তমানে শিক্ষার নামে দেশে যে ব্যবস্থা চলছে তা অব্যাহত থাকলে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। দেশে নীতি নৈতিকতার চরম অবক্ষয় ঘটেছে। শিক্ষার্থীরা মেধাশুন্য হয়ে পড়ছে। সহশিক্ষা কার্য়ক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নীতি নৈতিকতার বিষয়ে শিক্ষা প্রদান করতে হবে। তাদের মন ও মননশীলতার পরিবর্তন ঘটাতে হবে। শুধু মাত্র জিপিএি ৫ এর পেছনে না ছুটে শিক্ষার্থীরা যাতে মানুষের মতো মানুষ হতে পারে সে বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান বক্তারা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here