প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের ভগ্নিপতি’র ইন্তেকাল, শোক প্রকাশ

0
152

প্রেস বিজ্ঞপ্তি : প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের ভগ্নিপতি শামীম উদ্দীন (৭৩) আর নেই। আজ শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে লন্ডনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি লন্ডনে বসবাস করতেন। সেখানেই তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
শামীম উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর। প্রেসক্লাব যশোর ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসাথে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।