প্লাস্টিকের বোতলে পানি খেলেই বিপদ, জানালেন চিকিৎসকরা!

0
485

স্বাস্থ্য ডেস্ক: গরম বাড়ছে প্রতিদিন। রাস্তায় বের হলেই পানির তেষ্টায় প্রাণ যায় যায় বস্থা। এই সময় একটাই উপায়, দোকান থেকে মিনারেল ওয়াটারের বোতল। কিংবা বাড়ি থেকে নিয়ে আসা এক বোতল পানি। কিন্তু জানেন কি, এই পানি ভর্তি প্লাস্টিক বোতল আপনার শরীরে ডেকে আনছে নানা রোগ। এরকমই বলছেন চিকিৎসকেরাই।

চিকিৎসকদের কথায়, কোল্ড ড্রিংক্সের খালি বোতলে পানি ভরে খাওয়াটা মোটেই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এমনকী, প্লাস্টিকের বোতলে ভরা মিনারেল ওয়াটারও বেশ ক্ষতিকারক। চিকিৎসকরা জানিয়েছেন, এই ধরণের বোতল তৈরির সময় বিশেষ কিছু ক্যামিক্যালের ব্যবহার করা হয়, যা পানির সঙ্গে মিশে যায়। চিকিৎসকরা বলছেন, বেশি সময় ধরে প্লাস্টিকের বোতলে রাখা পানি পান করাও নিরাপদ নয়।

তা কী রোগ হতে পারে প্লাস্টিকের বোতলে রাখা পানি খেলে এমন প্রশ্নের জবাবে চিকিৎসকরা বলছেন, ডায়েরিয়া, থাইরড, গ্যাসট্রিকের সমস্যা হতে পারে। এমনকী, হৃদরোগ হওয়ার সম্ভাবনাও থেকে যায়। তবে প্লাস্টিকের বোতলের পরির্বতে কাচের বোতলে পানি রেখে খাওয়া নিরাপদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here