ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নেপ ডিজি নিহত

0
440

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক শিক্ষা কর্মকর্তা।

শনিবার সকালের এই দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষা বিভাগের আরও দুই কর্মকর্তা, এক কর্মচারী এবং তাদের গাড়ির চালকও আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত ফজলুর রহমান (৫৫) ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশনের (নেপ) মহাপরিচালক ছিলেন।

আহতরা হলেন- চট্টগ্রাম পিটিআইর (প্রাইমারি টিচার ট্রেইনিং ইনস্টিটিউট) সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার, পটিয়া পিটিআইর সুপারিনটেনডেন্ট মুশফেকা বিনতে সুলতান, পিটিআইর পিয়ন সাইফুল এবং গাড়িচালক আলী হোসেন।

তারা একটি মাইক্রোবাসে খাগড়াছড়ি যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ফটিকছড়ি পৌর সদরের আনন্দপুর কমিউনিটি সেন্টারের কাছে লোহাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক গৌরীলাল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাসপাতালে আনা হলে ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

অন্য চারজন হাসপাতালে চিকিৎসাধীন বলে নায়েক গৌরীলাল জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here