ফিচার ফোনে ওয়াইফাই

0
407

প্রযুক্তি ডেস্ক: এই প্রথম বাজারে এলো এমন এক ফিচার ফোন যেটাতে ওয়াইফাই নেটওয়ার্ক কানেকটিভিটি পাওয়া যাবে। এই ফোনটি বাজারে এনেছে ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওক্স মোবাইল। ফিচার ফোনটির মডেল এস৩৩৩। এটি ১৯৯৩ রুপিতে ভারতের বিক্রি হচ্ছে।

ফিজিক্যাল কি-বোর্ড সম্বলিত এই ফোনটিতে দুই সিম ব্যবহারে সুবিধা রয়েছে।

ফোনটিতে আছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে। এতে থ্রিডি ইউআই ইন্টারফেস ব্যবহার করা হয়েছে।

ফিচার ফোন হলে কি হবে! এতে ডিজিটাল ক্যামেরা রয়েছে। এর ব্যাটারি ১৭৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। এতে পাওয়ার সেভিং মোড রয়েছে। আছে টর্চ লাইট। এছাড়াও সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য অ্যাপ রয়েছে।

কানেকটিভিটি হিসেবে আছে ডেডিকেটেড ওয়াইফাই কি। এছাড়াও এতে এজ/জিপিআরএস নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে।

ফোনটির বিল্টইন মেমোরির পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে।

ফিচার ফোনটিতে রেকর্ডিং ফিচার এবং এফএম রেডিও রয়েছে। দুইটি রঙে ফোনটি বাজারে পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here