ফেস্টিভাল এক্সেস এশিয়াতে বাংলাদেশী বংশোদ্ভূত নৃত্যশিল্পী তানভীর

0
424

জলসা ডেস্ক : ফেস্টিভাল এক্সেস এশিয়াতে বাংলাদেশী বংশোদ্ভূত নৃত্যশিল্পী তানভীর

মন্ট্রিয়লে এখন চলছে মাসব্যাপী এশিয়ান সাংস্কৃতিক ঐতিহ্য উৎসব। তা শুরু হয়েছে গত ২রা মে আর শেষ হবে আগামী ২৮শে মে। ৩৭২ সেন্ট ক্যাথরিন ওয়েস্টে অনুষ্ঠিত এই উৎসব এখন মন্ট্রিয়লকে জমজমাট করে রেখেছে।

উৎসবের শেষ চারদিন থাকছে ভারতীয় নৃত্যের পরিবেশনায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নৃত্য শিল্পী কলেনা শক্তি ও বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান নৃত্যশিল্পী তানভীর আলম।তানভীর আগামী ২৫শে মে রাত ৮টায় প্লেইস দেস্-আর্টস এর সেন্টার দ্যা ক্রিয়েটিভ এ নৃত্য পরিবেশন করবেন।

তানভীর ২০১৬ সালে স্কুল অব টরন্টো ড্যান্স থিয়েটারে প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রামে যোগ দেন। ২০০৯ সাল থেকেই তিনি সারা কানাডাব্যাপী বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের নাচের অনুষ্ঠানে পারফর্ম করেন। এছাড়াও তিনি কথক নৃত্য কর্মশালায় অংশগ্রহণ করে প্রচুর প্রশংসা অর্জন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here