ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ম্যাখোঁ

0
414

ম্যাগপাই নিউজ ডেক্স : ইমানুয়েল ম্যাখোঁ ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বড় ব্যবধানে তার কাছে হেরেছেন আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী লো পেন। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, বেসরকারি ফলাফলে ম্যাখোঁ পেয়েছেন ৬৫ দশমিক ১ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী লো পেন পেয়েছেন ৩৪ দশমিক ৯ শতাংশ ভোট।

নতুন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অভিনন্দনের বন্যায় ভাসছেন ম্যাখোঁ। অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের সদ্য সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ, প্রধানমন্ত্রী বেরনাদ ক্যাজনভ, সাবেক প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। পরাজিত প্রার্থী লো পেনও অভিনন্দন জানিয়েছেন।

ইমানুয়েল ম্যাখোঁ ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়েছেন। তার বয়স মাত্র ৩৯ বছর। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোট হয় গত ২৩ এপ্রিল। সেসময় কোনো প্রার্থীই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাননি। ১১ প্রার্থীর মধ্যে ২৪ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন ম্যাখোঁ। দ্বিতীয় অবস্থানে ছিলেন লো পেন, পান ২১ দশমিক ৩ শতাংশ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here