বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি ঝিনাইদহে আওয়ামী লীগের আনন্দ মিছিল

0
360

ঝিনাইদহ প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামান্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসাবে স্বীকৃতি পাওয়ায় কেন্দ্রিয় কর্মসুচীর অংশ হিসেবে বিশাল আনন্দ মিছিল করেছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ। বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু শুভেচ্ছা বক্তব্য রাখেন। মিছিলে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা তৈয়ব আলী জোয়ারদার, এ্যাড. আব্দুর রশিদ, মাসুদ আহমেদ সনজু, নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউল ইসলাম, শ্রমিক লীগ নেতা একরামুল হক লিকুসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here