বন্ধ গণমাধ্যম খোলা ও হয়রানিমূলক মামলা প্রত্যারের দাবি

0
429

১৬ জুন সংবাদপত্রের কালো দিবসের আলোচনা

প্রেসবিজ্ঞপ্তি

১৬ জুন সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, ১৯৭৫ সালের ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকার একের পর এক গণমাধ্যম বন্ধ করে দিয়ে বেকার করেছে অসংখ্য সাংবাদিককে। অবিলম্বে বন্ধ সকল গণমাধ্যম খুলে দেওয়ার দাবি করেন তারা। এছাড়া যশোরসহ সারাদেশে সাংবাদিকদের নামে দায়ের করা সকল হয়রানি এবং মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারেরও দাবি করেন বক্তারা।

শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) আয়োজিত সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভায় এসব দাবি করেন তারা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূর ইসলাম। বক্তব্য রাখেন সুবর্ণভূমি ডট কম এর সম্পাদক প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবীর, ইউনিয়নের সাধারণ সম্পাদক এম. আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মৃধা, জেইউজের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেক, কোষাধ্যক্ষ মো: আকরামুজ্জামান প্রমুখ।

সভায় বক্তারা আরো বলেন, বিশ্বের মধ্যে সাংবাদিক নির্যাতনে এগিয়ে বাংলাদেশ। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সকল মত পথের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আলোচনা সভা শেষে ইফতারের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here